মেয়েদের ভবিষ্যৎ ভেবে ২৯ বছর পর দ্বিতীয়বার বিয়ে কেরলের দম্পতির

২৯ বছর পর দ্বিতীয়বার বিয়ে হল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। এজন্য একমাস আগে দু’জনে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে নোটিশ জমা দিয়েছিলেন

Must read

প্রতিবেদন : প্রথম বিয়ের ২৯ বছর পর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয়বার বিয়ে সারলেন কেরলের এক দম্পতি। এই দম্পতি হলেন রাজ্যের আইনজীবী ও মালওয়ালি সিনেমার অভিনেতা কে শুক্কুর এবং তাঁর স্ত্রী শিনা। তিনি মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য। শিনা ও শুক্কুর কেরলে বেশ পরিচিত মুখ।

আরও পড়ুন-কবিতাকে টানা ৮ ঘণ্টা জেরা ইডির

প্রশ্ন হল, হঠাৎই এই দম্পতি কেন আলোচনার কেন্দ্রে? আসলে ২৯ বছর পর মেয়েদের সাক্ষী রেখে আন্তর্জাতিক নারীদিবসের দিন দ্বিতীয়বার বিয়ে সেরেছেন শুক্কুর ও শিনা। ১৯৯৪ সালে মুসলিম ম্যারেজ অ্যাক্ট মেনে তাঁদের প্রথম বিয়ে হয়েছিল। ২৯ বছর পর দ্বিতীয়বার বিয়ে হল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। এজন্য একমাস আগে দু’জনে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে নোটিশ জমা দিয়েছিলেন।

আরও পড়ুন-নারী সুরক্ষা প্রচারে কলকাতা পুলিশের উদ্যোগে মহিলাদের ম্যারাথন

কেন দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এই মালওয়ালি দম্পতি? শুক্কুর জানিয়েছেন, তিন মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। মুসলিম পার্সোনাল ল অনুযায়ী মেয়েরা পরিবারের সম্পত্তির দুই-তৃতীয়াংশ পেতে পারেন। পরিবারের পুরুষ সদস্য না থাকলে বাকি অংশ মৃতের ভাই পাবেন। তাই তাঁদের অবর্তমানে মেয়েরা যাতে তাঁদের সঞ্চয় ও সম্পত্তির পুরোটা পেতে পারেন সে জন্যই তাঁরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয়বার বিয়ে সারলেন। একইসঙ্গে তাঁরা পরিবারের সকলে মিলে নারীদিবসও উদযাপন করেন। ফেসবুক পোস্টে শুক্কুর বলেছেন, মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা-মা হিসাবেই তাঁরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Latest article