নারী সুরক্ষা প্রচারে কলকাতা পুলিশের উদ্যোগে মহিলাদের ম্যারাথন

ময়দান চত্বরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে শুরু করে এদিন সকালে ৫ কিলোমিটার দূরত্ব ঘুরে মাঠে এসে শেষ হয় ম্যারাথনটি।

Must read

নিরাপদ এই সমাজে নিরাপদ নারী, এক কথায় ওমেন এম্পাওয়ারমেন্ট এর স্লোগানকে সামনে রেখে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের (Kolkata police Athletic club) আয়োজনে আজ ১২ই মার্চ ২০২৩ রবিবার ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে ৫কিমি উইমেন্স ম্যারাথন-২০২৩ (Women marathon)।
ময়দান চত্বরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে শুরু করে এদিন সকালে ৫ কিলোমিটার দূরত্ব ঘুরে মাঠে এসে শেষ হয় ম্যারাথনটি।
এদিনের এই প্রতিযোগিতায় সমাজের বিভিন্ন স্তরের মহিলারা অংশগ্রহণ করেন। প্রায় সকলেই সম্পূর্ণ দৌড় শেষ করে। নারীদের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতেই এই ম্যারাথন আয়োজন করা হয়। এই পুরো সপ্তাহ জুড়েই কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে ম্যারাথন আয়োজন করা হয়।

আরও পড়ুন-১২১ হাসপাতালে ৫ হাজার বেড, অ্যাডিনো রুখতে তৈরি টাস্ক ফোর্স

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী দেবলীনা দত্ত, বাংলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ক্রীড়াবিদ ও বোর্ড মেম্বার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ১৯৮১ বিশ্বকাপ ফুটবল ভারতীয় মহিলা দলের অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের তরফে ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকের এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন প্রতিমা টুডু। দ্বিতীয় হলেন শ্যামলী সিং, প্রথম হয়েছেন শিপ্রা সর্দার। উপস্থিত বিশিষ্টবর্গেরা তাদের হাতে উপহারের চেক ও স্বারক তুলে দিয়েছেন।

আরও পড়ুন-গর্ভসম্পাত

প্রসঙ্গত এদিনই সল্টলেকে স্টেডিয়ামে মহিলাদের জন্য ছিল একটি বিশেষ ম্যারাথন। শাড়ী পরে এই ম্যারাথনে যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা। সব মিলিয়ে নারী দিবসের সপ্তাহে কলকাতা মহানগরীতে রবিবাসরীয় সকাল ছিল জমজমাট।

Latest article