বাংলায় আরও লগ্নি এবার আদানি গোষ্ঠীর

Must read

প্রতিবেদন : রাজ্যের শিল্পায়নের নতুন মাত্রা যোগ হল বৃহস্পতিবার৷ নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদানির কর্ণধার গৌতম আদানি৷ বৈঠক শেষে ট্যুইট করে গৌতম আদানি বললেন, বাংলায় বিপুল শিল্প সম্ভাবনা রয়েছে৷ আমি উৎসাহিত৷ আমাকে মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ করেছেন৷ আমি আসছি৷ নবান্নে এই দেড়ঘণ্টার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

বৃহস্পতিবার বিকেলে গৌতম আদানি নবান্নে আসেন৷ এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ বৈঠক হয় দীর্ঘক্ষণ৷ বাংলায় লগ্নি আসা শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরেই৷ বুধবার মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলায় লগ্নির আহ্বান জানান৷

আরও পড়ুন: Mamata-Abhishek: গোয়ায় ঝড় তুলতে ১৩ই, মমতা–অভিষেক

তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নবান্নে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর শিল্পকর্তার বৈঠক৷ এদিনের বৈঠকে রাজ্যে একাধিক প্রকল্পে বিনিয়োগের কথা হয়েছে৷ এরমধ্যে হল​দিয়া বন্দর ও খিদিরপুর বন্দর রয়েছে৷

এছাড়া হলদিয়াতে আদানির যে ভোজ্যতেল সংস্থা রয়েছে সেখানে ইতিমধ্যে ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে৷ আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন৷ বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে৷ বিশ্ববঙ্গ বণিজ্য সম্মেলনে এলে প্রকল্পগুলির রূপরেখা তৈরি করতে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হবে৷ যে প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে তাতে রাজ্যে ব্যাপক কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে৷

Latest article