আদানি ইস্যু: মিডিয়ার ‘মুখ’ বন্ধ করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট

Must read

আদানিকান্ড (Adani Issue) নিয়ে যাতে মিডিয়া আর কোনো রিপোর্ট না করে এই বিষয়ে সুপ্রিম কোর্টে (Supreme court) আবেদন জানিয়ে মামলা করা হয়েছিল। সেই আবেদন এবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দিলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার মতো কোনও নির্দেশ আদালত দিতে পারে না।

আরও পড়ুন: মোদি-নির্মলার বাজেটে তরুণের স্বপ্ন উপেক্ষিত

সম্প্রতি শীর্ষ আদালতে এলএম শর্মা নামে এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। যেখানে তার আবেদন ছিল আদানি (Adani Issue) ও হিন্ডেনবাগ ইস্যুতে মামলা বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন। শীঘ্রই এই মামলার রায়ও প্রকাশ্যে আসবে। ফলে যতদিন না এই মামলার রায় বেরোচ্ছে ততদিন কোনও সংবাদমাধ্যম যেন আদানি সংক্রান্ত খবর না করে। কারণ এই বিষয়টি নিয়ে অযথা উত্তেজনা ছড়াচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চে শুক্রবার এই মামলার রায়ে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন, “মিডিয়ার কাজে বাধা দেওয়ার জন্য অন্য কোনও অভিযোগ দায়ের করুন। এইভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। সুপ্রিম কোর্ট কখনই এমন কাজ করতে পারে না।” একইসঙ্গে এই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Latest article