বঙ্গ

বন্ধ রাষ্ট্রায়ত্ত এমএএমসি-র কোয়ার্টার, প্রাক্তন কর্মীদের লিজ দেবে এডিডিএ

সংবাদদাতা, দুর্গাপুর : বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত এমএএমসি কারখানার কোয়ার্টারগুলি ওই সংস্থারই প্রাক্তন কর্মীদের দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিল এডিডিএ। ১৯৫৬ সালে তৎকালীন রাজ্য সরকার এমএএমসি টাউনশিপ তৈরি করার জন্য ৪৭৪ একর জমি এবং কারখানার জন্য ১৯৩ একর জমি দেয়। কারখানাটি রুগ্‌ণ হয়ে পড়ায় ১৯৯২ সালে সেটি বিআইএফআর-এ পাঠানো হয়। এর দশ বছর পর ২০০২ সালে কারখানাটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন-২১৫০ রাস্তা নির্মাণ, সংস্কারে ৫৯৭ কোটি

হাইকোর্টের নির্দেশ অনুসারে ২০০৩ সালের সেপ্টেম্বর মাস থেকে এমএএমসি উপনগরীর দায়িত্ব বর্তায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) উপর। এরপর সিদ্ধান্ত হয় এমএএমসি-র আবাসন লিজের মাধ্যমে হস্তান্তর করা হবে। সুপ্রিম কোর্ট ২০০৭ সালে ডিপিএলকে আবাসনগুলিতে বিদ্যুৎ এবং জল সরবরাহের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে এডিডিএ-কে দেওয়া হয় আবাসনগুলি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব। ২০১০ সালে এডিডিএ এবং এমএএমসি-র শ্রমিক সংগঠনগুলির মধ্যে আলোচনার মাধ্যমে আবাসন লিজ দেওয়ার রূপরেখা তৈরি হয়। কলকাতা হাইকোর্ট লিজ দেওয়ার অনুমোদন দেয় ২০১১ সালে।

আরও পড়ুন-৪৮০ রাস্তায় বরাদ্দ ১৬১ কোটি

২০১৫ সাল থেকেই আবাসন লিজ দেওয়া শুরু হয়। কিন্তু মাঝপথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে আইনি জটিলতা বাধে। সেই জটিলতা কাটিয়ে চলতি বছরের ২৩ মার্চ এডিডিএ-র বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, এমএএমসির যেসব আবাসন লিজ চুক্তির আওতায় আসবে, সেগুলি এডিডিএ-র লিজ চুক্তি অনুযায়ী হস্তান্তর, বন্ধক ইত্যাদি করা হবে। এডিডিএ-র চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, এতে দখলদারদের হাত থেকে আবাসনগুলি রক্ষা পাবে এবং একটি নিয়মের মধ্যে আসবেন আবাসিকেরা। যাঁরা বর্তমানে এই আবাসনে রয়েছেন তাঁরাই আবেদন করতে পারবেন লিজের জন্য। তবে দখলদারেরা পারবেন না। এছাড়াও যাঁদের টাকা জমা নেই সেই শ্রমিকেরাও আবেদন করতে পারবেন। এডিডিএ-র চেয়ারম্যান বলেন, এতে সরকারের কোষাগারে অর্থ আসবে এবং এমএএমসি-র আবাসন নিয়ে দালালদের দুর্নীতি ও লোক ঠকানো বন্ধ হবে।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

19 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

39 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago