বাড়তি মেট্রো

Must read

আগামী রবিবার ২৬ মার্চ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) এগজামিনেশন (West Bengal Judicial Service Examination)। এই পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের (West Bengal Judicial Service Examination) কথা চিন্তা করে বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। বুধবার মেট্রোর তরফে জানানো হয়েছে, ওইদিন ৯টার পরিবর্তে সকাল আটটা থেকে মিলবে মেট্রো পরিষেবা। ১৩০টির পরিবর্তে ওইদিন আপ ও ডাউন মিলিয়ে ১৩৮টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ১৩৩টি ট্রেন চলবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশনের মধ্যে। তবে ওইদিন শেষ ট্রেনের সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন: মহাপ্রভু জগন্নাথের মুখমণ্ডলে হল শৃঙ্গার

Latest article