ভোটের আগেই হার স্বীকার কংগ্রেসের, প্রচারে যাবেন না অধীর

Must read

বহরমপুর : ভোটের আগেই হার স্বীকার করে নিল কংগ্রেস! খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়ে দিলেন, শুধু ভবানীপুরই নয়, নিজের এলাকা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভাতেও ভোটপ্রচারে যাবেন না তিনি।

আরও পড়ুন-মুর্শিদাবাদে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বহরমপুরে দলীয় কার্যালয়ে সংবাদমাধম্যের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুর্শিদাবাদের দুটি আসনে বিজেপি গোহারা হারবে। ভাগ্যক্রমে জেলায় দুটি আসন পেয়ে গিয়েছে ওরা। বাকি সব জায়গায় গোহারা হেরেছে। অধীর বলেন, কংগ্রেসকর্মীরা এমন কিছু করবেন না যাতে বিজেপির সুবিধা হয়। সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী সরে দাঁড়িয়েছেন, সংযুক্ত মোর্চা থেকেও কেউ তাঁকে আমন্ত্রণ জানাননি। ফলে জঙ্গিপুর মহকুমার দুই বিধানসভায় ভোটপ্রচারে যাওয়ার ইচ্ছা নেই তাঁর।

অধীর চৌধুরী আরও বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের প্রার্থী না দেওয়ার বিষয়টি মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীরা জানেন। ফলে জেলার দুই কেন্দ্রে কংগ্রেস এমন কিছু করবে না যাতে বিজেপির সুবিধা হয়।

আরও পড়ুন-এক পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

প্রসঙ্গত, ২১-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদের ২০ আসনের একটিও পায়নি কংগ্রেস। এমনকি নিজের এলাকা বহরমপুরের আসনটিও ধরে রাখতে পারেননি অধীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যের মানুষের বিপুল সমর্থন পেয়েছে বলে নিজেই স্বীকার করেন অধীর। ফলে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটপ্রচার মুর্খামি হবে সেটা বিলক্ষণ জানেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। তাছাড়া গোটা দেশে অবিজেপি জোট শুরু হচ্ছে। সে কারণে আগেভাগেই ভোটের ময়দান থেকে কেটে পড়লেন অধীর বলে মনে করছে রাজনৈতিক মহল।

Latest article