জোটধর্ম অমান্য করে অধীর অন্যায় করছে, তোপ শরদের

সেখানে বাংলায় কংগ্রেসের অধীর চৌধুরী ক্রমাগত তৃণমূলনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছে।

Must read

প্রতিবেদন : দেশ থেকে বিজেপিকে সরানো আমাদের একমাত্র লক্ষ্য। যে কারণে ইন্ডিয়া জোটের সব শরিকরা একসঙ্গে লড়াই করছি। সেখানে বাংলায় কংগ্রেসের অধীর চৌধুরী ক্রমাগত তৃণমূলনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছে। জোটধর্ম মানছে না, কুকথা বলছে। অন্যায় করছে। বুধবার ক্ষোভের সঙ্গে একথা বলেন ইন্ডিয়া জোটের বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার।

আরও পড়ুন-ব্যর্থ রোহিতের লড়াই, হার ভারতের

তিনি বলেন, ইন্ডিয়া জোটের স্বার্থেই এগুলো বন্ধ হওয়া দরকার। কংগ্রেসেরও দেখা দরকার অধীর যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ না করে। তাতে আখেরে জোটের ক্ষতি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, ইন্ডিয়া জোট বৃহত্তর স্বার্থে তৈরি হয়েছে। জোট শরিক সব দল একসঙ্গে কাজ করছে দিল্লি থেকে বিজেপিকে সরাতে। জাতীয় স্তরে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে কাজ করছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যে অধীর চৌধুরী সিপিএমের দালালি করছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ইন্ডিয়া জোটের স্বার্থেই রাজ্য কংগ্রেসের উচিত এই ধরনের কাজ থেকে বিরত থাকা। তাঁর সংযোজন, ওখানে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়াবে আর বাংলায় অধীরের মতো নেতারা সিপিএমের বি-টিম হিসেবে কাজ করবেন, তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করবেন— দুটো একসঙ্গে চলতে পারে না। বছরের পর বছর রাজ্য কংগ্রেসের নেতারা আসলে নিজেদের পিঠ বাঁচাতে সিপিএমের তল্পিবাহকের কাজ করছেন।

Latest article