আদিবাসী মেয়েদের তিরন্দাজিতে সাড়া

দক্ষিণ দিনাজপুরের তিরন্দাজি প্রতিযোগিতা ঘিরে আদিবাসী মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিপুল সংখ্যক আদিবাসী কিশোরী অংশ নিচ্ছেন।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : খেলাধূলায় জোর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রত্যন্ত এলাকা থেকে আগ্রহী মহিলারা সুযোগ পেয়েছেন। প্রশাসনের তরফে তাঁদের প্রশিক্ষণ শিবিরও হয়েছে। সরকারের উদ্যোগে তৈরি হয়েছে একাধিক স্টেডিয়ামও। এর ফলে খেলাধূলায় এগিয়ে এসেছেন আদিবাসী মেয়েরাও। তাঁদের বিশেষ আগ্রহ তিরন্দাজিতে।

আরও পড়ুন-বেলডাঙা ব্লক স্বাস্থ্যকেন্দ্র পেল ‘সুশ্রী’তে সপ্তম স্থান

দক্ষিণ দিনাজপুরের তিরন্দাজি প্রতিযোগিতা ঘিরে আদিবাসী মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিপুল সংখ্যক আদিবাসী কিশোরী অংশ নিচ্ছেন। ৮ সেপ্টেম্বর থেকে পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেলের উদ্যোগে শুরু হয়েছে মহিলা ও পুরুষদের তিরন্দাজি, মহিলাদের ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা। শুক্রবার হল তিরন্দাজি প্রতিযোগিতা। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন নিজে ধনুক হাতে তির ছুঁড়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। তিনি বলেন, ‘তিরন্দাজি প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মত। এই জেলার তিরন্দাজরাই একদিন বিশ্বজয় করবে বলে আশা রাখি।’

Latest article