সংবাদদাতা, শিলিগুড়ি : ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ক্ষতিগ্রস্ত ৫০টি বাড়ি নতুন করে তৈরির সিদ্ধান্ত দিয়েছে শিলিগুড়ি পুরসভা। এর জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন-অস্ত্র হাতে আস্ফালন পদ্মনেতা ও ভাইয়ের
দফতরের ইঞ্জিনিয়ারদের ইতিমধ্যেই বাড়িগুলির প্ল্যান তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের যাবতীয় রিপোর্ট নবান্নে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যে উদ্যোগ নিয়েছে পুরনিগম। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক এস কন্যাভালাম ক্ষতিগ্রস্তদের রান্নার সামগ্রী পৌঁছে দিয়েছে। মঙ্গলবার সকালে মেয়র গৌতম দেব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। পুরসভার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় মোট দশ কাঠা জমির উপরে ৫০টি বাড়ি বানিয়ে দেওয়া হবে। একটি করে ঘর ও রান্নাঘর তৈরি করা হবে। এর জন্য প্রতিটি পরিবারের জন্য এক লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বুধবার পুরনিগমের পক্ষ থেকে প্রতিটি পরিবারের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেবেন মেয়র। গৌতম দেব বলেন, পুরসভা ক্ষতিগ্রস্তদের পাশে আছে। আমরা সবরকম সাহায্য করব।