অস্ত্র হাতে আস্ফালন পদ্মনেতা ও ভাইয়ের

এই প্রসঙ্গে মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করতে তারা এগুলি করছে।

Must read

সংবাদদাতা, মালদহ : হাতে অস্ত্র। শুধু নিজে নয়, তাঁর ভাইয়ের হাতেও। পঞ্চায়েত ভোটের আগে এইভাবে ভয় দেখাচ্ছেন বিজেপি নেতা। মালদহের রতুয়ার কাহালার বিজেপি নেতা শেখ ইয়াসিন এবং তাঁর দাদা শেখ গেনার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি জাগোবাংলা।

আরও পড়ুন-মগরাহাটের নেতাজি মূর্তিতে অবমাননার ঘটনায় দাবাং নয়, বরং অভিভাবকের ভূমিকায় এসডিপিও মিথুনকুমার দে

এই প্রসঙ্গে মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করতে তারা এগুলি করছে। ছবিতে দেখা যাচ্ছে দু’জনের হাতেই রয়েছে আগ্নেয়াস্ত্র। শটার হাতে সোশ্যাল মিডিয়াতে এই ছবি দিতেই তা এখন গোটা জেলাজুড়েই ভাইরাল হয়ে গিয়েছে। এনিয়ে জেলায় জোর বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এনিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে। তবে জেলা তৃণমূল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনে পঞ্চায়েত ভোট। ওদের মানুষের সমর্থন একেবারেই নেই। সেজন্য ওরা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। সেই জন্য এই ছবি সমাজমাধ্যমে দিয়েছে। পুলিশ গোটা বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছে।

Latest article