ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

তিনি শনিবার দুপুরে বারুইপাড়া গ্রাম সম্পূর্ণ ঘুরে দেখেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করেন।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : আচমকা কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অংশ, গত বৃহস্পতিবার। ঝড়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছিল অসম সীমানা সংলগ্ন কুমারগ্রাম ব্লকের বারুইপাড়া, মাঝের ডাবরি, বিষ্ণুনগর এলাকায়। শনিবার ওই গ্রামগুলোতে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ার জেলা পরিষদ সভাধিপতি শীলা দাস সরকার।

আরও পড়ুন-আইপিএলে শততম ম্যাচে সেঞ্চুরি রাহুলের, আধ ডজন হারে বেসামাল মুম্বই

তিনি শনিবার দুপুরে বারুইপাড়া গ্রাম সম্পূর্ণ ঘুরে দেখেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করেন। ইতিমধ্যেই গতকাল ওই তিন গ্রামে বেশ কিছু ত্রাণ ব্লক প্রশাসনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের ত্রিপল, শুকনো খাবার দেওয়া হয়েছে। শনিবার আবার দুপুরে শীলা বারুইপাড়া গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসেন। কোথায় কী দরকার, তা জেনে বিডিও-কে নির্দেশ দেন দ্রুত সেই সমস্ত প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করতে। ওই গ্রামগুলোতে প্রচুর বাড়িঘর ঝড়ে ভেঙে পড়েছে। গাছপালা, খেতের ফসল নষ্ট হয়েছে অনেকটাই। ওই তিনটি গ্রামে প্রায় ৫০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রয়েছে। যদিও রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির লোকজন দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য।

Latest article