ব্যুরো রিপোর্ট : শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ইসলামপুর এবং দিনহাটার একাধিক গ্রাম। রবিবার আচমকা দুর্যোগ। নষ্ট হয়েছে চাষের জমি, ভেঙে গিয়েছে বাড়ি। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছে যায় ত্রাণ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।
আরও পড়ুন-নাগরিক দরবার কাঠগড়ায় বামেরা
তাঁরা কথা বলেন দুর্গত গ্রামবাসীদের সঙ্গে। এলাকা পরিদর্শনে আসেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। ত্রিপল, শুকনো খাবার, জামাকাপড় তুলে দেওয়া হয় দুর্গতদের হাতে। ইসলামপুর ব্লকের মজুমদার পাড়া, শুকানি ভিটা, দাড়িভিট গ্রামে যান প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনে গিয়ে ক্ষতির মাত্রা যাচাই করেন তাঁরা। বিমার শর্তাবলির উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তাঁরা। ব্লকের কৃষি আধিকারিক জানান সফিক উল আলম বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। চাষিদের সঙ্গে কথাও বলেছি।” পাশাপাশি দিনহাটা ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসও পরিদর্শনে যান।