সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলমহলে দূষণমুক্ত স্বাভাবিক পরিবেশ ফেরাতে উদ্যোগ নিল সরকার। বাড়ানো হবে পর্যটন সম্ভাবনাও। খতিয়ে দেখতে জেলা ঘোরেন বন, পরিবেশ ও পর্যটন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্য সওকত মোল্লা, বিধায়ক আলোক জলদাতা, তিলক চক্রবর্তী, জয়দেব হালদার, রাজীবলোচন সোরেন, সুদীপ মুখোপাধ্যায় ও রামেন্দু সিংহরায়।
আরও পড়ুন-দলের কাছে অধিনায়কেরও আগে বোলার বুমরা, জানালেন দ্রাবিড়
মঙ্গলবার পরিবেশ উন্নয়ন নিয়ে প্রশাসনের সঙ্গে কমিটির বৈঠকে ছিলেন জেলাশাসক রজত নন্দা, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, সহকারী সভাধিপতি প্রতিমা সোরেন, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া প্রমুখ। সভাধিপতি বলেন, পর্যটনস্থলগুলির কাছে কয়েকটি কারখানা আছে। সেগুলো দূষণবিধি মানছে কি না দেখতে সারপ্রাইজ ভিজিট হবে। ভূমি ও বন দফতরকে নিয়ে বন বিভাগের জমি, সরকারি জমি ও রায়তি জমি চিহ্নিত হবে। আদিবাসীরা বাস্তুজমির পাট্টা পাবেন। জঙ্গলে এলাকার স্বাভাবিক উদ্ভিদ লাগানো হবে। ১৩০০ হেক্টর নতুন বনভূমি গড়া হবে।