সংবাদদাতা, বীরভূম : রামপুরহাট শহরকে যানজটমুক্ত করতে বৃহস্পতিবার মহকুমা প্রশাসনিক ভবনে অঞ্চলভিত্তিক আলোচনাসভার আয়োজন হয়। ছিলেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, রামপুরহাটের পুরপ্রধান সৌমেন ভকত। শহরকে যানজটমুক্ত রাখতে ওয়ান-ওয়ে ব্যবস্থার পাশাপাশি জোড়-বিজোড় পদ্ধতি চালু আছে।
আরও পড়ুন-দুয়ারে ডাক্তার কর্মসূচিতে সাড়া পড়ে গেল পূর্বস্থলীতে
পুরসভায় রেজিস্ট্রিকৃত টোটোর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। প্রধান-উপপ্রধানদের তাঁদের অঞ্চলের টোটোর হিসাব ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরসভায় জমা করতে হবে। রামপুরহাটে কতগুলি টোটো চলবে সেই হিসেব করে অন্য অঞ্চলের কিছু টোটোকে রামপুরহাটে চলার অনুমতি দেওয়া হবে। পরের মিটিংয়ে আলোচনা করে তা জানানো হবে। মূল লক্ষ্য, রামপুরহাটকে যানজটমুক্ত করা। পুর ও পুলিশ প্রশাসন জানায়, রামপুরহাটে কোনও টোটো স্ট্যান্ড রাখা যাবে না। একজনের নামে একটিই টোটো রেজিস্ট্রেশন হবে। একাধিক টোটো কিনে টাকার বিনিময়ে চালানোর খবর পেলে টোটোচালক ও মালিক-সহ টোটোর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।