সংবাদদাতা, নদিয়া : জেলার প্রথম ঐতিহাসিক রুদ্রেশ্বর শিবমন্দির সংস্কারের উদ্যোগ নিচ্ছে প্রশাসন। জেলা পরিষদের শিক্ষা, তথ্য সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল জানান, সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো মন্দিরটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এই মন্দিরের শিবলিঙ্গের নিত্যপুজো হয়। গোটা রাজ্য থেকে বহু মানুষ পুজো দিতে আসেন।
আরও পড়ুন-অভিষেকের প্রতিশ্রুতি পালন, বকেয়া টাকা দিল তৃণমূল
কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মন্দির আজ ধংসের পথে। আমি অবশ্যই মন্দিরটি সংস্কারের চেষ্টা করব। মহারাজা রাঘব রায় প্রতিষ্ঠিত নদিয়ার এই প্রথম শিবমন্দিরটি বহুদিন বেহাল। কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারিতে ৩৫৭ বছরের পুরনো এই মন্দিরে গর্ভে কষ্টিপাথরের দুষ্প্রাপ্য শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের ভেঙে যাওয়া অংশে উঠেছে অশ্বত্থ গাছ। মন্দিরগাত্রে একাধিক পোড়ামাটির মূর্তির ফলক রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে। প্রসঙ্গত, ১৬০৫ সালে নদিয়ার মাটিয়ারি গ্রামেই মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ নদিয়ারাজের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার প্রথম তাঁর রাজধানী স্থাপন করেন। তাঁর সময়ে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের সহাবস্থানের জনপদ ছিল এই গ্রাম। এখানেই ভবানন্দ মজুমদারের প্রপৌত্র মহারাজা রাঘব রায় ১৬৬৫ সালে পুত্র রুদ্র রায়ের নামে রুদ্রেশ্বর শিবমন্দির প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন-বাজল মেলার ঘণ্টা
অনুমান, দক্ষিণমুখী চারচালা বিশিষ্ট পোড়ামাটির অপরূপ ভাস্কর্যের নিদর্শন এই মন্দিরটি জেলার অন্যতম প্রাচীন শিবমন্দির। মন্দিরের গায়ে রয়েছে পোড়ামাটির মূর্তির মধ্যে গোপিনীদের বস্ত্রহরণ, নৌকাবিলাস, কৃষ্ণলীলা, অশ্বারোহী যোদ্ধা, হাতির পিঠে মোঘল যোদ্ধাদের ফলক। এবার প্রশাসনের উদ্যোগে বহু প্রাচীন এই মন্দিরের সংস্কার হতে চলেছে।