অভিষেকের প্রতিশ্রুতি পালন, বকেয়া টাকা দিল তৃণমূল

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ আন্দোলনে বিভিন্ন জেলা থেকে শামিল হয়েছিলেন বাংলার বঞ্চিত শ্রমিকদের একাংশ

Must read

সংবাদদাতা, বালুরঘাট : কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ আন্দোলনে বিভিন্ন জেলা থেকে শামিল হয়েছিলেন বাংলার বঞ্চিত শ্রমিকদের একাংশ। সেই আন্দোলনে শামিল হন দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিকরাও। তাঁদের হাতে বকেয়া টাকা পৌঁছনো শুরু করল তৃণমূল কংগ্রেস। জেলার পাঁচজন শ্রমিককে বকেয়া টাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাচিঠি প্রদানের নির্দেশ জেলা তৃণমূল নেতৃত্বের কাছে আসে।

আরও পড়ুন-বাজল মেলার ঘণ্টা

তার পরেই শনিবার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের জিয়াউল হকের বাড়িতে গিয়ে তাঁর হাতে বকেয়া অর্থ তুলে দেন জেলা তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার। ছিলেন রাজ্য তৃণমূল যুব সম্পাদক গোপেন সরকার, জেলা তৃণমূল সহ সভাপতি রীতেশ জোয়ারদার এবং কুশমণ্ডি ব্লকের তৃণমূল সভাপতি কেশব যোশী। বকেয়া অর্থের পাশাপাশি তাঁরা অভিষেকের বার্তাবহ চিঠিও তুলে দেন ওঁর হাতে। অম্বরীশ বলেন, তৃণমূল কংগ্রেস যা বলে তা করে, আমাদের নেত্রী সেই ধারা বজায় রেখেছেন এবং সেই একই ধারা বজায় রেখে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩ অক্টোবর দিল্লির বুকে দিয়েছিলেন আন্দোলনে শামিল শ্রমিকদের বকেয়া টাকা তিনি কিছুদিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করবেন, সেই কথা তিনি রেখেছেন। জেলার পাঁচ শ্রমিকের মধ্যে কুশমন্ডি ব্লকের জিয়াউল হক ছাড়াও গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গিরপুর গ্রাম পঞ্চায়েতের একজন, তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের একজন এবং কুমারগঞ্জ ব্লকের দিওয়ড় গ্রাম পঞ্চায়েতের দুজন শ্রমিক রয়েছেন।

Latest article