নবান্নে প্রশাসনিক বৈঠক ৭ই

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে জেলাস্তরে কাজ খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : জেলাস্তরের পর এবার রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ সেপ্টেম্বর বুধবার নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে সব মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সব দফতরের সচিবরা। যুগ্মসচিব স্তর পর্যন্ত প্রত্যেকেই ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন-বিরোধী দলনেতার মুখ পুড়ল সুপ্রিম কোর্টেও

ডিজি মনোজ মালব্য সহ সব পুলিশ কর্তারাই থাকবেন ওই বৈঠকে। জেলাশাসক ও পুলিশ সুপাররা ভার্চুয়ালি বৈঠকে থাকবেন। পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নমূলক প্রকল্পগুলি কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সার্বিকভাবে সব দফতরের কাজেরও সার্বিক মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে জেলাস্তরে কাজ খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article