প্রতিবেদন : প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট-এর (TET- Admit Card) জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুটি ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড (TET- Admit Card) ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট দুটি হল, www.wbbpe.org এবং http://wbbprimaryeducation.org
১১ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। শেষবার টেট নেওয়া হয়েছিল গত বছরের ৩১ জানুয়ারি। প্রাথমিকে শিক্ষক নিয়োগের বয়সের সীমা হল ৪০ বছর। তবে এবার টেটে বসার কোনও বয়সসীমা রাখা হয়নি। এবারের পরীক্ষা পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা এবং শিশু বিকাশ ও মনস্তত্ত্বের ওপর ৩০ নম্বরের প্রশ্ন থাকছে।