৩০ জানুয়ারি থেকে দেওয়া হবে অ্যাডমিট

৩০ জানুয়ারি থেকে দেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Must read

প্রতিবেদন : ৩০ জানুয়ারি থেকে দেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ১০টা থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে। স্কুলগুলি অ্যাডমিট কার্ড নেওয়ার কিছুদিন পর থেকে পরীক্ষার্থীরা নিজস্ব স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।

আরও পড়ুন-পরিচ্ছন্নতার নিরিখে মিলল কেন্দ্রের স্বীকৃতি, রাজ্যের সেরা বৈদ্যবাটি পুরসভা

চলতি বছর ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ৯টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা, চলবে বেলা ১টা পর্যন্ত। এদিন আরও একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ২টো থেকে শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষা। যদিও এই পরীক্ষা হওয়ার কথা ছিল মার্চ থেকে। সেই পরীক্ষাই এগিয়ে এল। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ৪৫ মিনিটের জায়গায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে।

Latest article