সংবাদদাতা, রায়গঞ্জ : কালীপুজো শেষ হতে না হতেই এবারে ছটপুজোর প্রস্তুতি৷ এবছর রবিবার বিকেলে ও সোমবার সকালে ছটপুজো৷ তাই বুধবার ছটপুজোর উদ্যোক্তাদের গম বিলি করল কালিয়াগঞ্জ পুরসভা। পুরপ্রধান রামনিবাস সাহা ও উপপ্রধান ঈশ্বর রজকের উপস্থিতিতে পুরসভার ১৭টি ওয়ার্ডের আনুমানিক ৪ হাজার মানুষকে ৬ কেজি করে গম দেওয়া হয়।
আরও পড়ুন-ডেঙ্গি নিয়ন্ত্রণে জেলা জুড়ে সচেতনতা কর্মসূচি
উল্লেখ্য, ছটপুজোর প্রধান ভোগ হল ঠেকুয়া। যা তৈরি করতে প্রয়োজন পড়ে গম, আটা বা ময়দার। আর সেজন্যই আগে থেকে পুজোর আয়োজকদের গম তুলে দিল পুর কর্তৃপক্ষ৷ অন্যদিকে, ছটপুজো উপলক্ষে এলাকার ছটব্রতীদের সাহায্যার্থে এগিয়ে এলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। এদিন ডালখোলায় স্থানীয় জৈন ভবনে ছটব্রতীদের বস্ত্র, খাদ্যসামগ্রী-সহ পুজোর সরঞ্জাম তুলে দেন তিনি। তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ছটব্রতীরা। এদিনের এই কর্মসূচিতে বিধায়ক গৌতম পাল ছাড়াও ডালখোলা পুরসভার পুরপতি স্বদেশচন্দ্র সরকার, পুরসভার কাউন্সিলর গোপাল রায়, রাকেশ সরকার-সহ অন্যরা উপস্থিত ছিলেন।