ডেঙ্গি নিয়ন্ত্রণে জেলা জুড়ে সচেতনতা কর্মসূচি

গোটা পূর্ব বর্ধমান জেলায় ১ সপ্তাহে ডেঙ্গির শিকার ৬৮ জন। গোটা জেলায় এ বছর এ পর্যন্ত ৪৪৩ জন ডেঙ্গি আক্রান্ত।

Must read

সংবাদদাতা, কাটোয়া : ডেঙ্গি নিয়ন্ত্রণে পূর্ব বর্ধমান জেলা জুড়ে নানারকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলায় ডেঙ্গি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও আক্রান্তের সংখ্যা উদ্বেগে রেখেছে পূর্বস্থলীকে। গত ৭ দিনে এই ব্লকে আক্রান্তের সংখ্যা ১০। গোটা পূর্ব বর্ধমান জেলায় ১ সপ্তাহে ডেঙ্গির শিকার ৬৮ জন। গোটা জেলায় এ বছর এ পর্যন্ত ৪৪৩ জন ডেঙ্গি আক্রান্ত।

আরও পড়ুন-গৈরিক শিবিরের বিচিত্র সমীকরণ, নতুন বোতলে পুরোনো মদ

ডেঙ্গি নিয়ন্ত্রণে জেলা জুড়ে সচেতনতা কর্মসূচি চলছে বলে জানান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম। পূর্বস্থলী ২ নং ব্লকের ক্ষেত্রে মানুষজনকে আরও সচেতন ও সতর্ক করার পাশাপাশি দেওয়াল লিখন, ফ্লেক্স, ব্যানার-সহ কথা বলা পুতুল ‘টকিং ডলে’র সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর এক সমন্বয় বৈঠকে। যুগ্ম বিডিও ঋত্বিক মহাপাত্র বলেন, ‘‘ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৬২। তার মধ্যে ৫০ জন সুস্থ। ডেঙ্গি নিয়ন্ত্রণে সচেতনতা প্রচারে জোর দেওয়া হচ্ছে।’’ পাশাপাশি বিভিন্ন এলাকার মশার আঁতুড়ঘর কচুবন, আবর্জনা, জমা জল পরিষ্কার করা হচ্ছে। মশা মারতে স্প্রে করা হচ্ছে।

Latest article