প্রতিবেদন : নতুন মরশুমে ইস্টবেঙ্গলের (EastBengal) ডাগআউটে আদৌ কি সের্জিও লোবেরাকে দেখা যাবে? উত্তরটা হ্যাঁ অথবা না, দুটোই হতে পারে! তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে লোবেরার লাল-হলুদের কোচ হওয়ার সম্ভাবনা খুবই কম। ছাড়পত্র জটে লাল-হলুদের পাকা ঘুঁটি কেঁচে যাওয়ার মুখে। স্প্যানিশ কোচ নিজে আরও কিছুদিন সময় চেয়েছেন। কিন্তু ততদিন ইস্টবেঙ্গল অপেক্ষা করবে কি না সন্দেহ রয়েছে। কারণ কোচ চূড়ান্ত না হলে, যে কয়েকজন বিদেশি ফুটবলারদের সঙ্গে কথাবার্তা এগিয়ে রয়েছে, তা পাকা করতে পারছেন না ক্লাব কর্তারা।
আরও পড়ুন-ইদে কলকাতায় থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ
এই অবস্থায় ফের আলোচনায় ভেসে উঠেছে আন্তোনিও হাবাসের নাম। আরেক স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাদের সঙ্গেও কথাবার্তা চলছে বলে খবর। তবে শেষ পর্যন্ত কে কোচ হবেন, সেটা বলা কঠিন। এমন দোলাচলের মধ্যেই নতুন মরশুমের জন্য দলগঠনের কাজ চলছে জোর- কদমে। ওড়িশা এফসির ফরোয়ার্ড নন্দকুমার এবং চেন্নাইয়িন এফসির রাইটব্যাক এডুইন ভ্যান্সপলের সঙ্গে চুক্তি কার্যত পাকা করে ফেলল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-কাশ্মীরে সেনার ট্রাকে আগুন, জীবন্ত মৃত্যু ৫ জওয়ানের
ইস্টবেঙ্গলে যখন কোচ নিয়ে ডামাডোল, তখন পড়শি ক্লাবের নজর আবার এএফসি কাপে। আগামী ৩ মে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। সুপার কাপের পর ফুটবলারদের কয়েকটা দিন বিশ্রাম দিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো। ২৩ এপ্রিল থেকে শুরু হবে সবুজ-মেরুনের এএফসি কাপের প্রস্তুতি শিবির।