অপহৃত বরাদর, মৃত আখুনজাদা!

Must read

কাবুল : আফগানিস্তানের দুই শীর্ষ তালিবান নেতার সম্পর্কে চাঞ্চল্যকর খবর প্রকাশ করল ব্রিটেনের এক সংবাদমাধ্যম। ‘দ্য স্পেকটেটর’ নামে ব্রিটেনের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি তালিবান সরকার গঠনের বৈঠক চলাকালীন বরাদর গোষ্ঠী এবং হাক্কানি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষের সময় দেশের উপপ্রধানমন্ত্রী মোল্লা বরাদরকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, মারা গিয়েছেন তালিবান সরকারের সর্বোচ্চ ধর্মগুরু হিবাতুল্লা আখুনজাদা। ইতিমধ্যে কান্দাহার থেকে একটি ভিডিও বার্তায় বরাদর জানিয়েছেন, সংঘর্ষে তাঁর আহত হওয়ার খবর ভুয়ো।

আরও পড়ুন :জোর করে বিয়েতেও প্রথম যোগীর রাজ্য

তবে আফগান পর্যবেক্ষকরা মনে করছেন, বরাদর যেভাবে ভিডিওতে বিবৃতি দিয়েছেন তা দেখে মনে হচ্ছে তাঁকে কান্দাহারে পণবন্দি করে রাখা হয়েছে। বরাদরের অপহরণ ও আখুনজাদার মৃত্যুর খবর সামনে আসতেই আন্তর্জাতিক মহলে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। এই খবরের জেরে তালিবানের অন্দরে ক্ষমতার লড়াইয়ের ছবিটা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। তালিবানের তরফে অবশ্য সরকারিভাবে ব্রিটেনের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট নিয়ে কোনও পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে আফগানিস্তানে তালিবান ও ইসলামিক স্টেট-খোরাসানের মধ্যে তিক্ততা ক্রমশই বাড়ছে। গত রবিবার নানগরহার প্রদেশে একটি বিস্ফোরণ ঘটায় আইএস। ওই হামলায় মৃত্যু হয় তিনজনের। এক তালিবান সদস্য আহত হয়। তারপরই তালিবান এক বিবৃতিতে আইএস জঙ্গি গোষ্ঠীকে কড়া হুমকি দিয়েছে।

Latest article