সংবাদদাতা, বারাসত : দীর্ঘ ২২ বছর সিপিএমের দখলে ছিল বারাসতের ১০ নম্বর ওয়ার্ডটি। এবার এই ওয়ার্ডে জয়ী হন তৃণমূল প্রার্থী দেবব্রত পাল। এই ওয়ার্ডে দলের কোনও কার্যালয়ও ছিল না। এবার চালু হল সেটিও। শনিবার পাইওনিয়র পার্কে কার্যালয়ের উদ্বোধন করে দলের সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী ও বিভিন্ন সরকারি প্রকল্পের কাজকর্ম হবে এই অফিস থেকে।
আরও পড়ুন-জলসংযোগ, বস্তি ও রাস্তাঘাট ঢেলে সাজিয়ে পুরভোটে জেতা লক্ষ্য
ছিলেন প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়-সহ অন্যরা। ওয়ার্ড তৃণমূলের পক্ষে গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মোকাবিলায় করা হয় রক্তদান শিবির। একটি ওয়েবসাইটেরও উদ্বোধন হল। কাউন্সিলর দেবব্রত পাল বলেন, অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ডের বাসিন্দারা জানতে পারবেন মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি সম্পর্কে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানানো যাবে সুবিধা-অসুবিধা।