প্রতিবেদন : বিজেপির (BJP) লজ্জা ঢাকতে গিয়ে এবার লজ্জায় মুখ ঢাকল গোটা দেশ। নিজেদের দাঙ্গার কালো অতীত যেন কিছুতেই সবকা সাথ-সবকা বিকাশের পথে কাঁটা হয়ে না দাঁড়ায়। তাই মিডিয়াকেও রেয়াত নয়। বিবিসির তথ্যচিত্র নিয়ে বিগত একমাস ধরে দেশ জুড়ে শোরগোল। সেই তথ্যচিত্র যাতে দেশের মানুষ দেখতে না পায়, জানতে না পারে আসলে গুজরাতে কী ভয়ানক ষড়যন্ত্র এবং হত্যালীলা চলেছিল।
আরও পড়ুন-২০৩ ঘণ্টা পরেও প্রাণের খোঁজ, মৃতের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার
তথ্যচিত্রের শুরুতেই তৎকালীন মুখ্যমন্ত্রীর ভাষণেই পরিষ্কার গুজরাত দাঙ্গার পিছনে আসলে কার পরিকল্পনা ও লম্বা হাত ছিল। চব্বিশের ভোটের আগে বিবিসির তথ্যচিত্রের সৌজন্যে বিজেপি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছিল। ফলে দেশের যেখানেই তথ্যচিত্র দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে হয় পুলিশ-প্রশাসন কিংবা ক্যাডার পাঠিয়ে তা ভণ্ডুল করে দেওয়া হয়েছে। কিন্তু প্রযুক্তির কল্যাণে তথ্যচিত্র হাতেহাতে ঘুরতে আরম্ভ করেছিল। অবশেষে আয়কর হানা। এনডিটিভির পর এবার মিশন বিবিসি।