প্রতিবেদন : প্রবল ঘূর্ণিঝড়ের পর এবার ভূকম্পন নিউজিল্যান্ডে (Earthquake Hits New Zealand)। ওয়েলিংটন-সহ সেদেশের বেশকিছু জায়গায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৬.১। জানা গিয়েছে ভূমি থেকে ৫৭.৪ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। নিউজিল্যান্ডের দুই প্রধান দ্বীপের মধ্যবর্তী কুক প্রণালী এলাকায় ছিল ভূমিকম্পের এপিসেন্টার। তবে কম্পনের কারণে কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। তুরস্কের পর নিউজিল্যান্ডেও কম্পন (Earthquake Hits New Zealand) অনুভূত হওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়।