চাপের মুখে ছুটি বাতিল দিল্লি এইমসে

Must read

প্রতিবেদন : অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল দিল্লি এইমস (Delhi AIIMS) কর্তৃপক্ষ। বলা হয়েছিল ওইসময় পরিষেবা পাবেন না রোগীরা। দেশের অন্যতম সেরা সরকারি হাসপাতালের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। সমস্ত মহলে প্রতিবাদ ওঠায় শেষপর্যন্ত সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হল দিল্লি এইমস কর্তৃপক্ষ। আগের সিদ্ধান্ত বদল করে জানানো হয়েছে, হাসপাতালের আউটডোর বিভাগ খোলা রাখার পাশাপাশি সমস্ত জরুরি পরিষেবা একইভাবে চালু থাকবে।

আরও পড়ুন- ধর্ম নিয়ে শাসকের উন্মাদনা, শঙ্কা ও দোলাচলে সংখ্যালঘুরা

সোমবার অযোধ্যার কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় সরকার বেলা ২.৩০ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সেই অনুসারে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন এইমস (Delhi AIIMS) কর্তৃপক্ষ ২.৩০ পর্যন্ত ছুটির ঘোষণা করে। জরুরি পরিষেবা ছুটির আওতায় আসবে না এমনটাও জানানো হয়েছিল। শনিবারই এই ঘোষণা করা হয়েছিল দিল্লি এইমস-এর পক্ষ থেকে। প্রশ্ন ওঠে, চিকিৎসার জন্য বহু দূর থেকে এখানে আসেন রোগীরা। অনেকসময় নির্ধারিত দিন পেতে সমস্যা হয়। চিকিৎসার মতো জরুরি পরিষেবা কীভাবে ধর্মীয় অনুষ্ঠানের কারণে বন্ধ থাকতে পারে? কিছুদিন আগে এক দুরারোগ্য ব্যাধির শিকার প্রৌঢ়ের চিকিৎসা না করে তাঁকে বারবার ঘোরানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিল দিল্লি এইমস। চাপের মুখে সেই রোগীর বাড়ি গিয়ে চিকিৎসা করে আসেন এইমস-এর ডাক্তাররা।
দিল্লি এইমস-এর বিজ্ঞপ্তির পর বিরোধী রাজনৈতিক দল থেকে চিকিৎসক মহলেও সমালোচনা শুরু হয়। দিল্লি এইমস-এর মতো তেলেঙ্গানার বিবিনগর এইমসও অর্ধদিবস ছুটির ঘোষণা করে। শুক্রবারই বিজ্ঞপ্তি জানানো হয় বিবিনগর এইমস-এর পক্ষ থেকে। সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে দিল্লি এইমস। তবে অর্ধদিবস ছুটির সিদ্ধান্ত এখনও বহাল রেখেছে বিবিনগর এইমস কর্তৃপক্ষ। দিল্লি এইমস-এর পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোগীদের সুবিধার্থে আউট পেশেন্ট যথারীতি সার্ভিস চালু থাকবে সোমবার। সেইসঙ্গে জরুরি বিভাগও খোলা থাকবে। বারবার এভাবে সমালোচনায় পড়া ও তারপর পিছু হঠার ঘটনায় দিল্লি এইমসের কর্মপদ্ধতি ঘিরে প্রশ্ন উঠছে।

Latest article