দুবাই, ২৮ অক্টোবর : বেশ কয়েক মাস পর সবে বোলিং শুরু করেছেন হার্দিক পাণ্ডিয়া। বুধবার তিনি মিনিট দশেক হাত ঘুরিয়েছেন ভারতীয় নেটে। কিন্তু তাতেও হার্দিকের ম্যাচে বল করা নিয়ে প্রশ্ন থাকছে! প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর আবার কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, যদি হার্দিক ম্যাচে বল করতে না পারেন, তাহলে নিউজিল্যান্ড ম্যাচে তাঁর বদলে ঈশান কিষানকে খেলানো উচিত।
সানির মন্তব্য, ‘‘পাকিস্তান ম্যাচে কাঁধে চোট পেয়েছিল হার্দিক। যদি ও ম্যাচে বল করতে না পারে, তাহলে আমি অবশ্যই দারুণ ফর্মে থাকা ঈশান কিষানকে টিমে দেখতে চাইব।’’ কিংবদন্তি ভারতীয় ওপেনারের বাড়তি সংযোজন, ‘‘পাশাপাশি ভুবনেশ্বর কুমারের পরিবর্তে শার্দূল ঠাকুরকেও খেলানো যেতে পারে। তবে দলে বেশি পরিবর্তন হলে প্রতিপক্ষ শিবিরে আবার বার্তা চলে যাবে যে, আপনি আতঙ্কিত হয়ে পড়েছেন।’’
এদিকে, প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান আবার নেটে হার্দিকের বোলিং শুরু করাকে স্বাগত জানাচ্ছেন। তিনি মনে করেন, হার্দিক ম্যাচে বল করতে পারলে, বিরাট কোহলির হাতে বিকল্প আরও বেড়ে যাবে। এই প্রসঙ্গে জাহিরের বক্তব্য, ‘‘হার্দিক নেটে বল করছে, এটা ভারতীয় দলের জন্য ইতিবাচক ঘটনা। আশা করি, ও পরের ম্যাচে হাত ঘোরাতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হার্দিক বল করলে ভারতীয় বোলিংয়ের গভীরতা যেমন বাড়বে, তেমনই বিরাটের হাতেও বিকল্প থাকবে।’’
জাহির আরও বলেন, ‘‘বিশ্বকাপে প্রতিটি দলে ষষ্ঠ বোলারের বিকল্প রয়েছে। সেখানে ভারত পাঁচ বোলারে খেলছে। এতে কিন্তু অধিনায়কের হাতে বোলারদের ব্যবহারে বৈচিত্র আনার স্বাধীনতা থাকছে না। যেটা পাকিস্তান ম্যাচে স্পষ্ট হয়ে গিয়েছিল।’’