সংবাদদাতা, ঝাড়গ্রাম : মন্ত্রীকে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ পরিষেবা পেয়ে গেলেন লালগড়ের লোধা শবর অধ্যুষিত দুটি গ্রামের বাসিন্দারা। ছ মাস ধরে বিদ্যুৎ ছিল না ঝাড়গ্রামের লালগড়ের করমশোল আর জঙ্গলখাস গ্রামে। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র দিনমজুর। বিদ্যুৎ না থাকায় সন্ধে হলেই অন্ধকারে ডুবে থাকত দুটি গ্রাম।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রসূতি রেফার বন্ধ হচ্ছে বসিরহাটে
গ্রামবাসীদের কুয়োর জল ভরসা। সরকারিভাবে অনেক আগেই বসানো হয়েছিল গভীর নলকূপ। বিদ্যুৎ পরিষেবা থাকায় গভীর নলকূপের জল পেতেন বাসিন্দারা। গত ছ মাস ছিল না বিদ্যুৎ। ফলে পাম্প চালানো যেত না। একে বহু বাড়িতে বিদ্যুতের মিটার ছিল না। তার ওপর দুটি ট্রান্সফর্মার বাজ পড়ে খারাপ হয়ে গিয়েছিল। বিদ্যুতের জন্য ঝাড়গ্রামের বিধায়ক তথা স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে বুধবার জানান গ্রামবাসীরা।
আরও পড়ুন-নতুন বছরের শুরুতেই ইডেনে ওয়ান ডে ম্যাচ, একসঙ্গে ছয় সিরিজের সূচি ঘোষণা বোর্ডের
তিনি জেনেই সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনপুর-১ ব্লকের বিডিওকে বলেন। একই সঙ্গে জেলাশাসককেও জানান। তাতেই বুধবার বিকেল থেকে গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়ার কাজ শুরু হয়ে যায়। চালু হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। গ্রাম দুটিতে দুটি নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। ৬৫টি নতুন মিটার লাগানো হয়েছে বাড়িতে। পুনরায় বিদ্যুৎ পরিষেবা পেয়ে মনু শবর ও পুষ্প শবররা খুব খুশি। মন্ত্রীকে বলতেই এত তাড়াতাড়ি কাজ হবে তাঁরা ভাবতেই পারেননি। তাঁরা মন্ত্রী বীরবাহাকে ধন্যবাদ জানিয়েছেন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…