মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রসূতি রেফার বন্ধ হচ্ছে বসিরহাটে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের সামসেরনগর ঘুরে যাওয়ার পর তাঁর নির্দেশমতো পথে এগোতে তৎপর হয়েছেন বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা।

Must read

সংবাদদাতা, বসিরহাট : এতদিন নর্মাল ডেলিভারি হত, এবার সিজারিয়ান বেবির জন্ম দিয়ে একশো শতাংশ প্রসূতি রেফার আটকানোর পথে হাটতে শুরু করল বসিরহাট স্বাস্থ্য জেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের সামসেরনগর ঘুরে যাওয়ার পর তাঁর নির্দেশমতো পথে এগোতে তৎপর হয়েছেন বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা।

আরও পড়ুন-নতুন বছরের শুরুতেই ইডেনে ওয়ান ডে ম্যাচ, একসঙ্গে ছয় সিরিজের সূচি ঘোষণা বোর্ডের

মঙ্গলবার দুই প্রসূতি মায়ের সিজার করে দুটি শিশুর জন্ম দেন তাঁরা। দুই সদ্যোজাত ও মায়েরা শারীরিকভাবে সুস্থ বলেই জানান হাসপাতাল কর্তৃপক্ষ।বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা হাসপাতাল থেকে প্রসূতি মায়েদের কলকাতায় রেফার করা নিয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে বসিরহাট স্বাস্থ্যজেলার হাসপাতাল ও সেখানকার চিকিৎসকেরা সিজারিয়ান বেবির জন্ম দিয়ে অন্যত্র প্রসূতি রেফার করা কমানোর পথে হাঁটতে শুরু করেছেন। আগামী দিনে মুখ্যমন্ত্রীর নির্দেশমতো প্রসূতি মায়েদের হেনস্থা ও ভোগান্তি কমাতে বসিরহাট স্বাস্থ্য জেলার চিকিৎসা পরিকাঠামোকেও আরও উন্নত করে তোলা হবে। সেই প্রচেষ্টা জারি হয়েছে গোটা জেলা জুড়ে।

Latest article