প্রতিবেদন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানালেন, আইনি জট কাটিয়ে এবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-তে শিক্ষক নিয়োগ হবে। মঙ্গলবার বিধানসভায় তিনি জানান, আগামী ২ মাসে মোট ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে। অতি দ্রুততার সঙ্গেই এই কাজ করা হবে বলে জানান তিনি। আদালতে দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার বিধানসভায় মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ২০২১ সালে প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ করেছে রাজ্য।
আরও পড়ুন-বিরাটের রেস্তোরাঁয় ব্রাত্য সমকামীরা
এসএসসি-র নিয়োগ নিয়েও আদালতে একাধিক মামলা চলছে। তবে আগামী ২ মাসের মধ্যেই সেইসব আইনি জট কাটিয়ে এসএসসি-তে শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি এদিন বিধানসভায় কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘জাতীয় শিক্ষানীতির নামে কোনও ফতোয়া চাপিয়ে দিলে তা আমরা মেনে নেব না। শিক্ষা নিয়ে বাঙালির নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ রয়েছে। আমরা কোনওরকম একতরফা ফতোয়া মানব না।
আরও পড়ুন-হার্দিকের কোটি টাকার ঘড়ি আটক বিমানবন্দরে
চলতি বছরের অগাস্ট মাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়্যারম্যান শুভঙ্কর সরকার। এরপরই কমিশনের তরফে জানানো হয়, আবেদনের ভিত্তিতে এবং যথাযথভাবে আইন মেনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে আন্দোলনকারীদের নিয়োগ অবশ্যই করা হবে। পাশাপাশি তিনি এও জানান, আমরা নিয়োগের কথা ভাবছি। আইন মেনেই নিয়োগ করা হবে। সেই মতো এদিন বিধানসভায় শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়।
মঙ্গলবারই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ স্কিম ২০২১-২০২২-এর অনলাইন আবেদন পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। এতদিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে যে কোনও পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেলেই এই বৃত্তির জন্য আবেদন করা যেত। তবে এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে এই বৃত্তি। রাজ্য সরকারের এই স্কলারশিপের আবেদন সরাসরি অনলাইনে করা যায়।