বঙ্গ

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর তৈরি হোন অনলাইনে বা অফলাইনে

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের (Post Secondary- Higher Secondary) পর উচ্চতর শিক্ষা বা চাকরির জন্য খোঁজখবর চলুক। তবে যাই করুন, একটা বিষয় ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে যে, এসবের খোঁজ করা থেকে শুরু করে আবেদন করা, পরীক্ষা দেওয়া, ফলাফল জানা, তার আগে কোথাও ইন্টারভিউ ইত্যাদি প্রায় সবই হচ্ছে অনলাইনে। কোথাও পড়াশোনা বা অফিসের কাজও নানা পরিমাণে হচ্ছে অনলাইনে, বাড়ি থেকে। এসব অনলাইনে যাঁদের অভিজ্ঞতা যত বেশি তাঁদের সময় লাগে তত কম, নির্ভুল হবার সুযোগ বেশি। তাই এখন হাতের এই অল্প সময়টা বরং অনলাইনের অভ্যেসে (Post Secondary- Higher Secondary) হাত পাকালে সুফল পাওয়া যাবে পরবর্তী সব পর্যায়ে।

নিজের স্মার্ট ফোন থাকলে শুরু করা যায় তাতেও, সুবিধা হয় কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি বড় স্ক্রিনের কিছু থাকলে, যাতে একসঙ্গে বেশ কিছু ফাইলও ব্যবহার করা সম্ভব। অনলাইনে সার্চ করে নানা ওয়েবসাইটেও পাওয়া যায় নানা নমুনায় হাত পাকানোর সুযোগ। যেমন, কোনও চাকরির অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে এমন কোনও সাইটেই দেওয়া থাকে ফর্ম পূরণের নমুনা, ধাপে-ধাপে। এরকম একাধিক পরীক্ষার ফর্ম পূরণ করা শিখে নিজে প্র্যাকটিস করতে করতে জানা যাবে নানা পদ্ধতির বৈচিত্র ও সাধারণ দিকগুলো। যেমন, কোথাও হয়তো স্ক্যান করা নির্দিষ্ট মাপের ছবি ও সই আপলোড করতে হবে আলাদা-আলাদা বক্সে, আবার কোথাও বা বলা হবে একটা কাগজে ছবির নিচে সই সেঁটে পুরোটা মিলে একটা ইমেজে স্ক্যান করে আপলোড করতে হবে একটাই বক্সে। কোথাও আবার ছবি, সই ইত্যাদির ঘর ফাঁকা রেখে পরে আলাদা করে পাঠিয়ে দিতে হয়।

ফর্ম কোথাও স্বাভাবিক পদ্ধতিতে টাইপ করে পূরণ করতে হয়, কোথাও বক্সে দেওয়া ছকে সাজানো এ বি সি ডি থেকে জেড পর্যন্ত অক্ষর বা ১-২ থেকে ০ পর্যন্ত সংখ্যার ঘর চিহ্নিত করে পূরণ করার প্রক্রিয়া (বিশেষত পরীক্ষার ওএমআর শিটে রোল নম্বর, পরীক্ষাকেন্দ্রের কোড, বুকলেট সিরিয়াল ইত্যাদি কিছু লেখার ক্ষত্রে) বুঝে নিতে হয়। সেইমতো বুঝতে হয় নাম-ধাম ইত্যাদি যা যা দরকার তা কীভাবে কোথায় লিখতে হয়, কীভাবে একটা শব্দ লেখার পর এক ঘর ছেড়ে পরের ঘরগুলো ভরতে হয়। সবেরই নমুনা দেওয়া থাকে ওয়েবসাইটে, দেখে সহজেই প্র্যাকটিস করা যায়। সাহায্য নিতে পারেন যাঁদের অভিজ্ঞতা আছে এমন কারও।

আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

একই ভাবে নানা মকটেস্টের সাইটে জানা যায় উত্তরপত্রে সঠিক উত্তরের ঘর কোথায় কীভাবে চিহ্নিত করতে হয়, ভুল হয়ে গেলে সংশোধনের কী উপায়, উত্তর করা, চেষ্টা করা ও না করা উত্তর কীভাবে রিভিউ করা যায়, কীভাবে ছেড়ে আসা উত্তর আবার চেষ্টা করা যায়, হাতে কত সময় আছে, কোন প্রশ্নে কত নম্বর। সময় হয়ে গেলে আর কিছু লেখার সুযোগ বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। পরীক্ষায় ভাষামাধ্যম বাছার সুযোগ থাকলে তাও সঙ্গে সঙ্গে বদলে নেওয়া যায়, অবশ্যই নির্দিষ্ট বিধি-নিষেধ মেনে (যেমন, হয়তো বলা হল, কোনও উত্তরপত্র একটিমাত্র বেছে নেওয়া ভাষায় দেওয়া যাবে, কোথাও বিভিন্ন পেপার বিভিন্ন ভাষায় দেওয়া যেতে পারে)।

ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন/টাস্ক ইত্যাদিও অনেকক্ষেত্রে ভিডিওকল/ভিডিও কনফারেন্স/স্কাইপ-এর মাধ্যমে নেওয়া হয়, যেমন আজকাল বাচ্চাদের বা বড়দের স্কুল-কলেজেও হয় অনলাইন ক্লাস। এই ভিডিও কল/কনফারেন্স/স্কাইপ ইত্যাদির ব্যবহারও প্র্যাকটিস করা যায় আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের সঙ্গেও।

এখন তো মিটিং, মিছিল, জমায়েত, গল্প-কবিতা পাঠের বা অন্য আসর, অনুষ্ঠান সবই হচ্ছে ভার্চুয়াল। অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে। তাৎক্ষণিক অডিও-ভিডিও ডেলিভারি বা ভাষণ, সঙ্গে নানা ফাইলচিত্র/ভিডিও এফেক্ট, রেফারেন্স ঘটনা, স্ট্যাটিস্টিক্স, ডিসপ্লে, প্রেজেন্টেশন ইত্যাদির সমাহার সম্ভব। এরকম ভার্চুয়াল কিছু অনুষ্ঠানের অভিজ্ঞতা থাকলেও তা কাজে লাগবে। এসবের জন্য নানা সফটওয়্যার/প্রোগ্রাম, অ্যাপ আছে।

ওএমআর ফর্ম ভরা, উত্তর করা ইত্যাদির প্রক্রিয়া ইনফর্মেশন বুকলেটেও জানানো থাকে, কোথাও জানানো থাকে বিজ্ঞপ্তি বা ফর্মের সঙ্গে বা প্রসপেক্টাসে বা অ্যাডমিট কার্ডের সঙ্গে বুলকেটে, সাধারণত অনলাইনেই। এসব আগে থেকে রপ্ত করে নিলে পরে সময়-সু্যোগ বাঁচে। ভুল হয়ে থাকলে সংশোধনের সুযোগও বাড়ে। অনলাইনে এক-এক জায়গার ফর্ম বা এক-এক জায়গার পরীক্ষাপদ্ধতি আলাদা রকমের হতে পারে, হয়ও। তবে এভাবে কিছু নমুনা ঘাঁটাঘাঁটি করলে অনভিজ্ঞতার সমস্যা কাটানো যায়, কারণ বাকি অল্প তফাত রপ্ত করা যায় তাঁদের দেওয়া আগাম নমুনা থেকেই। গোড়ার কতগুলো বিষয় তৈরি থাকা যায়, যেমন গত ৩ মাসের মধ্যে তোলা সাদা-কলো বা রঙিন পাসপোর্ট/পুরো মাপের ছবি, সাদা কাগজে কালো কালিতে টানা স্বাভাবিক হাতে সই, নানান সম্ভাব্য প্রমাণপত্র ইত্যাদির স্বপ্রত্যয়িত/অপ্রত্যয়িত কপির স্ক্যান করা ইমেজ ফাইল করে হাতের কাছে মজুত রাখা। কোনও কোনও ক্ষেত্রে ব্যবহারের জন্য মজুত রাখা যায় ইমেল আইডি, ফোন নম্বর, নাম-ঠিকানা ইত্যাদি সাধারণত ব্যবহার্য তথ্য যা অনেকক্ষেত্রে কপি-পেস্টও করে দেওয়া যায়। জেনে রাখা যায় আবেদন করার সময় কী কী প্রমাণপত্র সঙ্গে রাখা ভাল, পরীক্ষা/ইন্টারভিউ দিতে কোথাও যেতে হলে কী কী সঙ্গে নিয়ে যেতে হয়, কী কী নেওয়ার অনুমতি নেই ইত্যাদিও।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago