বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

আজ বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima)। এই দিনটিকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধ রাজা শুদ্ধধন এবং রানি মায়াদেবীর সন্তান রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। এই শুভ তিথিতেই ভগবান বুদ্ধ সিদ্ধিলাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বৌদ্ধ ধর্মাবিলম্বী এবং সমগ্র হিন্দু ধর্মাবিলম্বীদের কাছে এই তিথি অতি পূণ্য তিথি। বৌদ্ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটিকে আলোর উত্‍সব হিসেবে পালন করে থাকেন। এদিন দরিদ্র্যদের খাদ্য দান করা সহ বহু রীতি রয়েছে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে টুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) শুভেচ্ছা জানিয়েছেন।

টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বুদ্ধপূর্ণিমা (Buddha Purnima) উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান বুদ্ধের শিক্ষা আমাদের সকলের জন্য শান্তি, অহিংসা, ঐক্য এবং ভালোবাসার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করুক।”

 

বৈশাখী পূর্ণিমা তিথিতে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে শাক্য নামে এক ক্ষত্রিয় রাজপরিবারে জন্মগ্রহণ করেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। তার পিতা শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তুর রাজা। তার মা ছিলেন মায়াদেবী। গৌতম বুদ্ধের জন্ম তারিখ সম্পর্কে বিতর্ক থাকলেও অধিকাংশ ইতিহাসবিদ ৫৬৬ খ্রিস্টপূর্বাব্দকে গৌতম বুদ্ধের জন্মকাল হিসাবে মেনে নিয়েছেন।

আরও পড়ুন: কংগ্রেস নেতাদের ক্ষমতার লোভেই দেশভাগ!

Latest article