বিশ্বজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ি: ভোটের ময়দানে প্রতিশ্রুতি নয়। তৃণমূল কংগ্রেস কথা রাখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রাখেন। তা ফের প্রমাণিত হল। সোমবার ধূপগুড়ি মহকুমা হচ্ছে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন ধূপগুড়ির উপনির্বাচনে জয়ী নিমর্লচন্দ্র রায়।
আরও পড়ুন-দুর্মূল্যের বাজারেও এক টাকায় বিকোচ্ছে শিঙাড়া
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই খুশির ঝড় আছড়ে পড়ে ধূপগুড়ির ওপর। ধূপগুড়ির সাধারণ মানুষ লাড্ডু হাতে নেমে পড়েছে রাস্তায় একে অপরকে মিষ্টিমুখ করাতে। ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হাওয়ায় সকলেই উদাত্তকণ্ঠে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মহকুমা ঘোষণার প্রসঙ্গে উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ বলেন, এটা স্বাভাবিক ব্যাপার, মুখ্যমন্ত্রী কোনও প্রতিশ্রুতি দিলে, সেটা পূরণ করা তাঁর সহজাত প্রবৃত্তি। উনি সেটাই করেছেন। ধূপগুড়ি-সহ জলপাইগুড়ির মানুষ খুশি। ঘোষণার রেকর্ড সময়ের মধ্যে পূরণ করা হল সাধারণ মানুষের দাবি। মানুষ বুঝে গেছে বিজেপি শুধু প্রতিশ্রুতির ললিপপ দেখায়, কোথায় তাদের নারায়ণী সেনা, পনের লক্ষ টাকা কোথায় সেসব নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী।
আরও পড়ুন-পাকিস্তানের বিরুদ্ধে আজ দুর্দান্ত জয় ভারতের
জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন, তৃণমূল কংগ্রেস মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কখনও ভোট করেনি, এই বাংলায় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যখন যা কথা দিয়েছেন, তা তিনি রেখেছেন। এটা আবারও প্রমাণিত হল ধূপগুড়ির মাটিতে। অপরদিকে ২০১৪ থেকে ২০২৩ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার একটাও প্রতিশ্রুতি পালন করেনি, উত্তরবঙ্গ আলাদা রাজ্য, গোর্খাল্যান্ড, সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা কোথায় সেসব। বিজেপির বিভেদের রাজনীতিকে ধূপগুড়ির মানুষ উচিত জবাব দিয়েছে।