বঞ্চনার প্রতিবাদ

মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে বাংলার বদনাম করছে বিজেপি। এরা বাংলার ইতিহাস, সংস্কৃতি জানে না।

Must read

মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে বাংলার বদনাম করছে বিজেপি। এরা বাংলার ইতিহাস, সংস্কৃতি জানে না। একুশের বিধানসভা ভোটে পরাজিত হয়ে প্রতিশোধ নিতেই বাংলার ন্যায্য পাওনা আটকে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। সোমবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁধাঘাটে আয়োজিত এক জনসভায় এভাবেই বিজেপির মুখোশ খুলে দিলেন শিল্প এবং সমাজ কল্যাণ, নারী ও শিশু বিকাশ মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই উচ্ছ্বাস ধূপগুড়িতে

তিনি বলেন, বিজেপি প্রকাশ্যেই বলছে ইডি, সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে যোগ দিন। ইডি, সিবিআইকে ব্যবহার করে বাংলার উন্নয়নকে রুখতে চাইছে ওরা। কিন্তু বাংলার মানুষই বিজেপিকে এর যোগ্য জবাব দিচ্ছে। ২০২১ এর পর থেকে রাজ্যে যত নির্বাচন হয়েছে সবেতেই বিজেপি হেরেছে। সম্প্রতি ধুপগুড়িতেও বিজেপি তাদের জেতা আসনে হেরে গেছে। এতেই বোঝা যাচ্ছে বাংলার মানুষ বিজেপিকে চায়না। সভায় মন্ত্রী ডাঃ শশী পাঁজা ছাড়াও ছিলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, বিধায়ক ও হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ, বিধায়ক নন্দিতা চৌধুরি, বিধায়ক গৌতম চৌধুরি, সুকান্ত পাল, আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।

Latest article