সংবাদদাতা, ঝাড়গ্রাম : বেলপাহাড়ির মালাবতী গ্রামে জলের কল বসানোর কাজ শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দফতর। মঙ্গলবার বেলপাহাড়ির সভা সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে ঝাড়গ্রাম ফিরছিলেন। পথের ধারেই শিলদার কুড়চিবনি ও মালাবতী গ্রাম। সামনে পেয়ে মুখ্যমন্ত্রীকে জলের সমস্যার কথা বলেন দুটি গ্রামের গ্রামবাসীরা।
আরও পড়ুন-নেতাজি ইনডোরে অভিনব খেলনা মেলা
এরপর বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়াররা এই দুটি গ্রামে যান। ঘুরে দেখেন। দুটি গ্রাম বিনপুর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। সেখানে গ্রামবাসীদের আপাতত জলের সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে পাকাপাকি ব্যবস্থা করা হবে বলে জানান তাঁরা। জলের কল বসানোর জন্য বৃহস্পতিবার থেকে বোরিং শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গাড়ি। বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা এদিন জানান, মালাবতী গ্রামে মাটি বোরিং করে গভীর নলকূপ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। দু-একদিনের ভেতর কুড়চিবনি গ্রামের গ্রামবাসীদের জন্য ওখানে একটি একহাজার লিটারের জলের ট্যাঙ্ক বসানো হবে। তাহলে বেলপাহাড়ির থেকে আসা পাইপ লাইনের জল তাঁরা আপাতত পাবেন। এরপর দিদির কথা মতো ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি জল দেওয়া হবে।