নেতাজি ইনডোরে অভিনব খেলনা মেলা

বৃহস্পতিবার রাজ্যের প্রথম খেলনা প্রদর্শনীর উদ্বোধনের পর ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে সাংবাদিকদের এ-কথা বলেন।

Must read

প্রতিবেদন : খেলনা উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে রাজ্য সরকার দুটি খেলনা শিল্পতালুক তৈরি করছে। রাজ্য শিল্প উন্নয়ন নিগম পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের খাস জঙ্গলে ১২ একর জমিতে একটি খেলনা শিল্প পার্ক ও নদীয়ার কল্যাণীতে ২ লক্ষ বর্গ ফুটের একটি খেলনা উৎপাদন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-ডেঙ্গি প্রতিরোধে কোনও আপস নয়

নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার রাজ্যের প্রথম খেলনা প্রদর্শনীর উদ্বোধনের পর ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে সাংবাদিকদের এ-কথা বলেন। তিনি জানান, শিল্পপতিদের চাহিদা অনুযায়ী কল্যাণীতে উৎপাদন কেন্দ্রের পরিসীমা বাড়ানো হবে। প্রদর্শনীতে এ রাজ্য ছাড়া কেরল, মুম্বই ও দিল্লির মোট ১৩০টি স্টল রয়েছে। প্রদর্শনীর উদ্যোক্তা বণিক সভা ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি এন জি খৈতান বলেন, এখানে বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে বাণিজ্য প্রতিনিধিরা অংশ নিতে এসেছেন।

Latest article