নবান্নে বৈঠক সেরে তপসিয়ার মসজিদে গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন সম্প্রীতির বার্তা

সোমবার নবান্ন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তপসিয়ায় চলে যান । সেখানে বুরহানি মসজিদে যান। মসজিদের লোকজনের সঙ্গেও কথাবার্তা বলেন।

Must read

প্রতিবছর কলকাতা পুরসভা রমজান (Ramzan) মাসে পার্ক সার্কাস ময়দানে ইফতারের (Iftar) আয়োজন করে। সোমবার নবান্ন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তপসিয়ায় চলে যান । সেখানে বুরহানি মসজিদে যান। মসজিদের লোকজনের সঙ্গেও কথাবার্তা বলেন। সেখানে বাচ্চাদের আদর করেন ।

ইমামদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সম্প্রীতির বার্তা দেন। বাংলার সম্প্রীতিকে অটুট রাখার জন্য সকলকে অনুরোধ করেন।

আরও পড়ুন-মাউন্ট অন্নপূর্ণা থেকে খাদে পড়ে নিখোঁজ ভারতীয় পর্বতারোহী

ইদের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোল আনা মসজিদে গিয়েছিলেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের হাতে তাঁর উপহার তুলে দিয়েছিলেন ও শুভেচ্ছা বিনিময়ে করেন। কারোর কোনও সমস্যা হচ্ছে কি না সেই নিয়ে তিনি সাধারণ কিছু কথাবার্তা বলেন। মসজিদ কমিটির লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন।

Latest article