এবার মিশন ত্রিপুরা। তানাশাহি বিপ্লব দেব সরকারকে উৎখাত করতে পথে নামছে তৃণমূল কংগ্রেস, নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে সাংগঠনিক কাজে ত্রিপুরা যাওয়ার আগে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের খবর।
ত্রিপুরায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। pic.twitter.com/9hUzvpSt1I
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 10, 2021
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বাংলার বাইরে তৃণমূলের প্রথম টার্গেট পড়শি রাজ্য ত্রিপুরা। তেইশে ত্রিপুরায় বিধানসভা ভোট। বাঙালি অধ্যুষিত উত্তর-পূর্বের এই রাজ্যে তৃণমূলের সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছেন এ রাজ্যের নেতা-মন্ত্রীরা।
ইতিমধ্যেই সেখানে কয়েকবার গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেবল যাচ্ছেনই না, ত্রিপুরার রাজধানী আগরতলায় ঐতিহাসিক পদযাত্রাও করবেন তিনি।
আরও পড়ুন: ‘নিম্নরুচির পরিচয় দিচ্ছেন দিলীপ ঘোষ’ চড়কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
তৃণমূল সূত্রে খবর, ১৫ সেপ্টেম্বর দুপুর ২টোয় ত্রিপুরায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এরাজ্যের তৃণমূলের বহু শীর্ষ নেতা। থাকতে পারে শিল্পী, সংস্কৃতি, ক্রীড়া মহলের ব্যক্তিত্বরাও। ফলে ২১ জুলাই শহিদ দিবস, ১৬ অগাস্ট খেলা হবে দিবস, রাখিবন্ধন উৎসব পালন করেছে রাজ্যের শাসক দল। ত্রিপুরায় দলীয় কার্য়ালয় তৈরি করতেও উদ্যোগ নিয়েছে তৃণমূল। এবার ত্রিপুরা সফরে সেই কার্যালয়ের উদ্বোধন করতে পারেন অভিষেক। সবমিলিয়ে ২০২৪-এর লোকসভা ভোটের আগে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারকে উৎখাতের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।