‘দিদি’র জন্য গান গাইলেন মদন মিত্র

Must read

উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নেত্রীর জন্য গান রেকর্ড করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার হানি সিংয়ের স্টাইলে, বালিগঞ্জের একটি স্টুডিও-তে দেখা যায় তাকে। কিছুদিনের মধ্যেই সেই গান মুক্তি পাবে।

এর আগেও মদন মিত্রকে অনেকবার গান গাইতে শোনা গিয়েছে। কখনও স্বরচিত, কখনও রবীন্দ্রসঙ্গীত, কখনও আবার হিন্দি গানও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও মদন মিত্র। এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর জন্য গান গাইলেন তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন- ‘নিম্নরুচির পরিচয় দিচ্ছেন দিলীপ ঘোষ’ চড়কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

“মদন খুব কালারফুল”- ভবানীপুরে ভোট প্রচারে প্রথমদিনই বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় তাঁর হয়ে মদন মিত্রকে ধুতি-পাঞ্জাবি পরে প্রচার করেছেন। এদিন সকালে নিজের এলাকা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন মদন মিত্র। গায়ে ছিল ”দিদি”র দেওয়া কালো পাঞ্জাবি, দুধসাদা ধুতি এবং গলায় শান্তিনিকেতনের উত্তরীয়। পুজোর জন্য কামারহাটির বিধায়ককে এই আগাম উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দিদির জন্য প্রচারে নামা মানেই আমার মহাষ্টমী। তাই দিদির দেওয়া পাঞ্জাবি পরেই বেরলাম। এই পরেই বাড়ি বাড়ি যাবো। বাংলা নিজের মেয়েকে চায়। আবার আমাদের ভবানীপুরের ঘরের মেয়ে ঘরে ফিরেছে।”

এদিন মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নেমে এদিন পথচলতি মানুষ হাতে লাল গোলাপ তুলে দেন মদন মিত্র।

Latest article