ফের রেলে বিপত্তি। এবারও আসানসোলে ((Asansol) সমস্যার মুখে এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, ট্রেনের ওপর আজ ওভারহেডের তার পড়ে যায়। পরের মুহূর্তেই বিকট আওয়াজ হয়। ডাউন হাওড়া-বিকানের এক্সপ্রেস থেমে যায়। কিছুদিন আগেই শিয়ালদার দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। গতকাল আজমের-শিয়ালদা এক্সপ্রেস লাইনচ্যুত হয় দুপুরে। মেরামতের জন্যে শিয়ালদা-আজমের এক্সপ্রেসটিকে কারশেডে নিয়ে যাওয়ার সময়ে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন-ভোরবেলা কেঁপে উঠল লেহ-লাদাখের বিরাট অংশ
একের পর এক এভাবে রেল দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মনে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে আসছে। কিছুদিন আগেই মহারাষ্ট্রে এবং চেন্নাইয়ের কাছে দু’টি পৃথক ঘটনায় লাইনচ্যুত হয়েছিল দু’টি ট্রেন। দু’টি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। গত ১০ ডিসেম্বর একটি মালগাড়ি চেন্নাই হারবরে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে গিয়েছিল। দুর্ঘটনাটি ঘটে চেংলাপাট্টুতে। মালগাড়িটির পাঁচটিরও বেশি ডাব্বা ট্র্যাক থেকে নেমে যায়। কমপক্ষে ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল করে। বছরভর পর পর ঘটনা বুঝিয়ে দিয়েছে রেলের যাত্রী সুরক্ষা তলানিতে গিয়ে ঠেকেছে।