একাধিক শাখায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য চলতি সপ্তাহের শনি ও রবিবার পূর্ব রেলের হাওড়া ডিভিসনে বহু দূরপাল্লার ট্রেন (Train) বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে, যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনের। রেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জেরে শনি ও রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খানা-গুমানি শাখার ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। শনিবার হাওড়া থেকে অন্তত ১৩ টি ট্রেন বাতিল হয়েছে। বর্ধমান থেকে ৭টি, ব্যান্ডেল থেকে ৫টি, নৈহাটি থেকে ৩টি, আরামবাগ ও মেমারি থেকে ১ টি করে ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি শিয়ালদহ থেকে ৬টি, কাটোয়া থেকে ৫টি, আজিমগঞ্জ থেকে ৩টি ট্রেন বাতিল আজকের জন্য। রামপুরহাট, কাটোয়া থেকে একটি করে ট্রেন বাতিল হয়েছে। শনিবারের পর রবিবারও বাতিল থাকছে একাধিক ট্রেন।
আরও পড়ুন: এখন ভারী বৃষ্টির সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে?
বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার হাওড়া থেকে মোট ১৩টি ট্রেন (Train) বাতিল করা হয়েছে। এই তালিকায় বর্ধমান থেকে ৭টি, ব্যান্ডেল থেকে ৫টি ও আরামবাগ থেকে ১টি ট্রেন রয়েছে। এছাড়াও নৈহাটি থেকে ২ টি, শেওড়াফুলি, মেমারি, বারুইপাড়া থেকেও একটি করে ট্রেন তালিকায় রয়েছে। উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেনগুলির সময় অন্তত এক থেকে দেড় ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে।