এখন ভারী বৃষ্টির সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে?

Must read

আগামী সাতদিন দক্ষিণবঙ্গে কোনও ভারী বৃষ্টির (Rainfall) পূর্বাভাস নেই। শনিবার এমনই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবারের পর রবিবারও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে বৃষ্টির পরিমান আরও কমবে। ফলে আগামী সপ্তাহেও বৃষ্টির ঘাটতি মেটার কোনও আশা দেখছেন না আবহবিদরা। বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ফলে এখনও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলছে না শহরবাসীর। তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হওয়ার সম্ভাবনাও কম। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rainfall) ঘাটতি চিন্তার রাখছে আবহবিদদের। বেশ কিছু জেলাতে ৫০ শতাংশেরও বেশি ঘাটতি রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরই মধ্যে আগামী ২৪ জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। তবে এর কোনও প্রভাব পড়বে না এ রাজ্যে, এমনই দাবি হাওয়া অফিসের। দক্ষিণের পাশাপাশি রবি ও সোমবার উত্তরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে আর মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘ভয় পেয়েছে বিজেপি’, মোদী সরকারকে নিশানা শশী পাঁজার

Latest article