কলকাতা লিগে দুর্দান্ত প্রত্যাবর্তন ডায়মন্ড হারবারের, টুইটে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শনিবার মহামেডান স্পোর্টিংকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল কিবু ভিকুনার দল।

Must read

কলকাতা লিগে (Kolkata league) ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) দুর্দান্ত জয়। শনিবার মহামেডান স্পোর্টিংকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল কিবু ভিকুনার দল। প্রথমে পিছিয়ে পড়লেও ২-১ গোলে দুর্দান্ত জয় পেল ডায়মন্ড হারবার এফসি।

আরও পড়ুন-‘ভয় পেয়েছে বিজেপি’, মোদী সরকারকে নিশানা শশী পাঁজার

দুই পক্ষের জন্যই এই ম্যাচ ছিল প্রেস্টিজ ফাইট। লিগ টেবিলের শীর্ষস্থানের জন্য লড়াই। ম্যাচের আগে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিল ডায়মন্ড হারবার। মহামেডান জয়ের হ্যাটট্রিক করে ছিল দু’নম্বরে। জিতলে তারাই এক নম্বরে থাকতে পারত। অন্যদিকে ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনার জন্য এই ম্যাচ নিজেকে প্রমাণ করার লড়াই ছিল।

আরও পড়ুন-ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদ, উত্তরপ্রদেশে ABVP সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত উপাচার্য

নিজেদের সবটুকু দিয়েও শেষ হাসি হাসল ডায়মন্ড হারবার এফসি। প্রথমে পিছিয়ে ছিল তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলে জিতল তারা। এদিন ম্যাচের প্রথম দিকে কোন গোল হয়নি। প্রথম গোলটি হয় ৬২ মিনিটে। মহামেডান স্পোর্টিং ব্যারেটোর গোলে এগিয়ে যায়। এই ঘটনার মিনিট চারেকের মধ্যেই পেনাল্টি স্পট থেকে রাহুল পাসওয়ান গোল শোধ করেন। ৭৫ মিনিটে আবার রাহুল গোল করেন। আজ তার জোড়া গোলে জয় নিশ্চিত হয়ে যায় ডায়মন্ড হারবার ক্লাবের।

আরও পড়ুন-প্রকাশ্যে ক্ষমাপ্রার্থী অমোঘ লীলা

এই দুর্দান্ত জয়ের পর টুইটবার্তায় দলকে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য কৃতিত্ব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। দলের এই ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য আমি আনন্দিত ও গর্বিত। ধন্যবাদ কোচ কিবু ভিকুনা। আসুন আমরা অটল দৃঢ়তার সাথে #DHFC-এর পতাকা উত্তোলন করে অগ্রসর হই!’

 

Latest article