প্রকাশ্যে ক্ষমাপ্রার্থী অমোঘ লীলা

পরিস্থিতি সামাল দিতে ইসকন দ্বারকার সহ-সভাপতিকে প্রায়শ্চিত্ত করতে একমাসের জন্য বৃন্দাবনে পাঠানো হয়। বিবৃতি জারি করে ক্ষমা চায় ISKCON।

Must read

নিজের মন্তব্যের জন্যে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমোঘ লীলা (Amogh Lila)। রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা দাসের বিরুদ্ধে প্রবল জনরোষ তৈরি হয়। স্যোশাল মিডিয়া (Social Media) জুড়ে তাঁর বিরুদ্ধাচরণ করে বাঙালী সহ সারাদেশের মানুষ। পরিস্থিতি সামাল দিতে ইসকন দ্বারকার সহ-সভাপতিকে প্রায়শ্চিত্ত করতে একমাসের জন্য বৃন্দাবনে পাঠানো হয়। বিবৃতি জারি করে ক্ষমা চায় ISKCON। কিন্তু অমোঘ লীলার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় দেশবাসী। এবার সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি।

আরও পড়ুন-বিদেশ সফরে প্রধানমন্ত্রীর মোট খরচ ২৫৪.৮৭ কোটি, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

অমোঘ লীলা জানান, দর্শকদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই ওই মন্তব্য করেন তিনি। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। এবিষয়ে তিনি অনুতপ্ত। ইসকনের ভূমিকা বোঝাতে গিয়ে তাঁর প্রবচনে সরাসরি শ্রী শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শনকে আক্রমণ করেন অমোঘ লীলা। রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ বাণীর অপব্যাখ্যা করেন ইসকনের সাধু। আক্রমণ করেন স্বামীজিকেও। এর পরেই অমোঘ লীলার মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। তীব্র নিন্দা করেন সবাই। শাস্তি দিয়ে মুখ রক্ষার চেষ্টা করে ইসকন। কিন্তু তাতেও ক্ষোভ কমেনি। শেষে ক্ষমা চাইলেন অমোঘ লীলা।

Latest article