ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদ, উত্তরপ্রদেশে ABVP সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত উপাচার্য

ক্যাম্পাসের এক আধিকারিক সূত্রে খবর, পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থী ও বহিরাগতরা ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি করে

Must read

শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিপিভিপি) (ABVP) সদস্যরা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে আহত করেছে বলে অভিযোগ। ক্যাম্পাসে অনিয়ম এবং ফি বৃদ্ধির অভিযোগের সূত্র ধরেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। উপাচার্যের আশ্বাস সত্ত্বেও ইউনিয়নের উত্থাপিত সমস্যাগুলি অমীমাংসিত থাকার পরে ছাত্রদের এই বিক্ষোভ হয় বলে খবর।

আরও পড়ুন-প্রকাশ্যে ক্ষমাপ্রার্থী অমোঘ লীলা

এবিভিপি কর্মী এবং ক্যাম্পাসের বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের লাঞ্ছিত করলে প্রতিবাদটি আরো হিংসাত্মক আকার নেয়। তারা সম্পত্তিরও ক্ষতি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে ভাইস-চ্যান্সেলর রাজেশ সিং এবং রেজিস্ট্রার অজয় ​​সিং ছিলেন। তারা মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বিদেশ সফরে প্রধানমন্ত্রীর মোট খরচ ২৫৪.৮৭ কোটি, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

ক্যাম্পাসের এক আধিকারিক সূত্রে খবর, পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থী ও বহিরাগতরা ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি করে। পুলিশ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। এরপর পুলিশ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিরাপদে ক্যাম্পাস থেকে বের করার সিদ্ধান্ত নেয়। ভিসিকে নিরাপত্তায় নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক অজয় ​​সিংকে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা তাকে আঘাত করলে তিনি আহত হন। মাথায়ও ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয় । পরে পুলিশ তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

Latest article