পরীক্ষা বাতিল

Must read

প্রতিবেদন : উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam) নবম দিনেও পরীক্ষার হলে ধরা পড়ল মোবাইল। বাতিল ৪ পরীক্ষার্থীর পরীক্ষা (HS Exam)। এই নিয়ে মোট ৩২ জনের পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন কলকাতার দুটি পরীক্ষা কেন্দ্র থেকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার একটি ও পুরুলিয়ার একটি পরীক্ষা কেন্দ্র থেকে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই কেন্দ্রগুলো স্পর্শকাতর না হওয়ায় সেখানে মেটাল ডিটেক্টর ছিল না। তাই পরীক্ষার্থীরা ফোন নিয়ে ঢুকলেও বুঝতে পারা যায়নি। কিন্তু পরীক্ষার হলে ইনভিজিলেটরের চোখে পড়তেই ফোন বাজেয়াপ্ত করার পাশাপাশি এই বছরের মতো তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদ সূত্রে খবর, প্রথম দিন ৫ জনের, তৃতীয় দিনে ৩ জনের, পঞ্চম দিন ৬ জন ও ষষ্ঠদিন বৃহস্পতিবার আরও ৩ জন, সপ্তম দিনে ৭ জন, অষ্টম দিনে আরও ৪ জন এবং নবম দিনে আরও চার পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রকে চিঠি আইএমএ-র

Latest article