ফের ‍‘দিল্লি চলো’র ডাক অন্নদাতাদের, ১০ মার্চ রেল রোকো

এই কয়েক দিনের মধ্যে কৃষকেরা বারবার সীমানা পেরিয়ে রাজধানীতে ঢোকার চেষ্টা করেছেন। কৃষকদের আটকাতে পুলিশের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ উঠেছে।

Must read

প্রতিবেদন : আবার ‍‘দিল্লি চলো’র ডাক দিলেন অন্নদাতারা। শুধু তাই নয়, ডাক দিয়েছেন ‍‘রেল রোকো’ আন্দোলনেরও। দাবি-দাওয়ার ব্যাপারে অনড় কৃষিজীবীরা যে তাঁদের আপসহীন আন্দোলনের ঝাঁজ বাড়াতে কোমর বেঁধে নামছেন, নেতাদের কথাতেই তা স্পষ্ট। ফের দেশজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। দিল্লি যাওয়ার আহ্বান জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিং পান্ধ। এখানেই থেমে না থেকে আগামী ১০ মার্চ গোটাদেশে ‘রেল রোকো’ কর্মসূচির কথাও ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন-অফিস খালি করতে আপকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

তিনি বলেছেন, যতদিন পর্যন্ত না আমাদের দাবিদাওয়া পূরণ হচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। কৃষক আন্দোলনে অংশ নিয়ে অতিসম্প্রতি প্রাণ হারিয়েছেন বছর একুশের কৃষক শুভকরণ সিং। তাঁর স্মরণে এক অনুষ্ঠানে কৃষক আন্দোলনের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করেন সরবন সিং। তিনি জানিয়েছেন, যাঁরা ট্রাক্টর নিয়ে দিল্লি ঢুকতে পারবেন না, তাঁরা ট্রেন বা অন্যান্য পরিবহণে রাজধানী যেতে পারেন। তাঁর কথায়, আন্দোলন আরও তীব্রতর হবে। ১০ মার্চ বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ‘রেল রোকো’র ডাক দেওয়া হয়েছে। লক্ষণীয়, এখনও পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানার অন্তত ২০০টি কৃষক সংগঠন আন্দোলনে যোগ দিয়েছে। নিজেদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে গত ১৩ ফেব্রুয়ারি পাঞ্জাব থেকে কয়েক হাজার কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেয়। পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্তে দু’পক্ষের মধ্যে বেশ কিছু দিন ধরেই দফায় দফায় সংঘর্ষ হয়। এই কয়েক দিনের মধ্যে কৃষকেরা বারবার সীমানা পেরিয়ে রাজধানীতে ঢোকার চেষ্টা করেছেন। কৃষকদের আটকাতে পুলিশের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ উঠেছে।

Latest article