কৃষক খুন, জারি ১৪৪ ধারা! ভোটপর্ব মিটতেই ফের অশান্ত মণিপুর

Must read

ভোটপর্ব মিটে যাওয়ার পরই ফের উত্তেজনা মণিপুরে (Manipur)। খুন থেকে গুজব ছড়ানো সবই হচ্ছে মণিপুরে। এই নিয়ে নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে। কৃষককে অপহরণ করে খুন করার অভিযোগে ফের উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্যের জিরিবাম জেলায়। এলাকায় জারি ১৪৪ ধারা। কোনও ধরনের গুজব ছড়ানো নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। গুজব নিয়ে কড়া নজরদারি জারি রেখেছে প্রশাসন।

জিরিবাম থানা এলাকার বাসিন্দা সইবাম শরৎ কুমার সিং (৫৯) বৃহস্পতিবার সকালে জমির কাজ দেখতে বেরিয়ে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি তাঁকে অপহরণ করা হয়। এরপর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, অপহরণ করে খুন করা হয় শরৎ কুমারকে। আদিবাসী গোষ্ঠীকে খুনের পিছনে দায়ী করেন তাঁরা।

আরও পড়ুন- শেয়ার কেলেঙ্কারি : নেত্রীর ইস্যু নিয়ে সরব ইন্ডিয়া জোট

প্রায় দেড় বছর ধরে অশান্ত মণিপুরের জিরিবাম জেলা কখনও হিংসার ঘটনা দেখেনি। এই জেলায় মেইতি, কুকি উভয় সম্প্রদায়ের পাশাপাশি অমণিপুরি, নাগা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ফলে এই জেলায় শান্তি বিঘ্নিত হয়নি। নির্বাচন মিটতেই সেই জেলায় খুনের ঘটনা স্থানীয়দের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ও দোষারোপের পরিস্থিতি তৈরি করে। এমনকি এই পরিস্থিতির অজুহাতে নির্বাচন প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা অস্ত্র ফেরতের দাবি তোলা শুরু করে স্থানীয়রা।

Latest article